ভর্তি ফরম একটা ভালো শিক্ষা, একটা ভালো ভবিষ্যত এর মূল ভিত্তি স্টুডেন্ট পোর্টাল লগইন উচ্ছ্বাস একাডেমি শিখি আনন্দ নিয়ে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই। কোচিং জগতে অন্যতম সেরা প্রতিষ্ঠান শিক্ষা হল সাফল্যের টিকেটস্বরূপ স্টুডেন্ট পোর্টাল লগইন

*** উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে একাডেমিক কোচিং এ ভর্তি চলছে***

সাধারণ নোটিশ বোর্ড

কেন আমরাই সেরা

বাংলাদেশে হাজার হাজার কোচিং একাডেমি আছে। তবে ইন্সটিটিউট বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইন্সটিটিউট এ শিক্ষার মান ও শিক্ষকদের দক্ষতা এবং শিক্ষার্থীরা কী শিখছে। এই সব বিষয়ের উপর নির্ভর করে একটি ভালো ইন্সটিটিউট এর বৈশিষ্ট্য শুধু মুখস্থনির্ভর পড়া নয়, পাঠ্যবইয়ের পাশাপাশি দেশপ্রেমের শিক্ষা, নৈতিক শিক্ষা, সচেতনতামূলক শিক্ষা প্রদানসহ শিক্ষার্থীদের মাঝে নানা সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা সোমা একাডেমির অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

কেন ভর্তি হবেন

শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার মাধ্যমে সর্বোপরি তাদের দক্ষ হিসেবে তৈরি করাই আমাদের লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়নে দেশসেরা শিক্ষকদের সাথে উচ্ছ্বাস একাডেমি এগিয়ে চলছে এক অপ্রতিরোধ্য গতিতে। সরাসরি পাঠ্যবই থেকে পাঠদান, শুধু লেকচার শীট বা নোট কেন্দ্রিক প্রস্তুতি নয় বরং হাতে-কলমে শিক্ষা প্রদানে সোমা একাডেমির রয়েছে অভিজ্ঞ শিক্ষক প্যানেল। সেই সাথে আছে সমৃদ্ধ অনলাইন লাইব্রেরি এবং নামমাত্র টিউশান ফি।

গুরুত্বপূর্ণ আর্টিকেলস

Photo

সভাপতি

সভাপতির বাণী

প্রতিটি শিক্ষার্থীই উচ্ছ্বাস একাডেমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমরা বিশ্বাস করি উপযুক্ত অবস্থার অধীনে এবং উপযুক্ত কৌশলের সাথে, সমস্ত শিক্ষার্থী শিখতে পারে এবং শিখবে। শেখার অভিজ্ঞতার প্রকৃতি এবং গুণগতমান অবশ্যই অনুকরণীয় হতে হবে। আজকের প্রযুক্তিগত সমাজে সৃজনশীল চিন্তাভাবনা এবং বিশ্লেষণদক্ষতা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞানের সাথে সাথে সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা অর্জন করতে হবে। তাদের শেখানো উচিত কীভাবে শিখতে হয় এবং তারা যা শিখে তা কীভাবে প্রয়োগ করতে হয়। ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্স অবশ্যই ঘন ঘন মূল্যায়ন করতে হবে। অর্জনের তথ্য বিশ্লেষণ করা উচিত এবং সেই অনুযায়ী নির্দেশনা পরিকল্পনা করেই আমরা আমাদের সাফল্য নিশ্চিত করি।


প্রকৌশলী ফাহমিদা আফরোজ,
দাউদ পাবলিক ক্যান্ট. স্কুল ও কলেজ, যশোর

সফল যারা, কেমন তারা

পরিচালকের বাণী

আল্লাহ তা’আলার অশেষ রহমতে, উচ্ছ্বাস একাডেমি এর এই যাত্রা পথে শত শত শিক্ষার্থীর সফলতার সাক্ষী হতে পেরেছি এবং তাদের গর্বিত বাবা মায়ের দুয়া ও আশীর্বাদে আমরা সবাই সিক্ত হতে পেরেছি। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি শ্রেষ্ঠত্বে। আর এই শ্রেষ্ঠত্ব অর্জন তখনই সম্ভব হয়েছে যখন শিক্ষক হিসেবে আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সক্ষম হয়েছি। নেলসন ম্যান্ডেলা বলেছেন সঠিক শিক্ষা-ই আমাদের বিশ্ব পরিবর্তনের সবচেয়ে বড় অস্ত্র। সেই লক্ষ্যে উচ্ছ্বাস একাডেমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


প্রকৌশলী তৌফিকুল ইসলাম,
এম.এস.সি (সি.এস.ই), এম.আই.সি.টি, বি.এস.সি (সি.এস.ই)

Oplus_16908288

পরিচালক

কোয়ালিটি এডুকেশান এখন ঘরে বসেই

1710346655426
side

আজ তুমি যেখানে আছো,
সেটা তোমার অতীতের কর্মফল।
কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে,
সেটা তোমার আজকের কর্মফল


শিক্ষা হলো সেই আন্দোলন যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়